বাঁশখালী প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় নির্মিতব্য দেশের সর্ববৃহৎ ও বহুল আলোচিত ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন ঢাকায় নিয়যুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং (H.E. Mr. Li Jiming)। বুধবার (১ জুন) বিকাল ৫ টায় চীনা রাষ্টদূত মিস্টার লি জিমিং (H.E. Mr. Li Jiming) এর নেতৃত্বে ৪টি সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে আসেন। প্রকল্পে রাত্রি যাপন শেষে আগামী কাল বৃহস্পতিবার তারা বাঁশখালী ত্যাগ করবেন বলে জানা যায়। এ সময় চীনা দুতাবাসের কাউন্সিলর ওয়াং জি হং সহ ৪ সদস্য বিশিষ্ট একটি দল সফর সঙ্গী হিসেবে রয়েছেন। অন্যান্যদের মধ্যে এস এস পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের সমন্বয়কারী চিফ কোর্ডিনেটর ফারুক আহমেদ, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সহ প্রকল্পে নিয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।