নিজস্ব প্রতিবেদক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃত্বিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ আনোয়ারা-কর্ণফুলী মাটি ও মানুষের নেতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু এমপিকে “স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ” ক্ষেত্রে স্বাধীনতা পদক’ ২০২১ পদকের জন্য মনোনীত করায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আনোয়ার হোসেন।
বুধবার (১০ মার্চ) দুপুরে ঢাকার ভূমি মন্ত্রণালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এসময়ে উপজেলা যুবলীগের সাবেক সহ সম্পাদক মোহাম্মদ সবুর উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম সংবাদ/ আইএইচ