চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। সংক্রমণের হার ৩ দশমিক ২৫ শতাংশ। একই সময়ে চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি।
শনিবার (৬ আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও জানা যায়, গতকাল শুক্রবার চট্টগ্রামের সাতটি ল্যাবে ১২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৪ জনই শহরের বাসিন্দা।
চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৫৯৪ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৩ হাজার ৭৩৪ জন এবং গ্রামের ৩৪ হাজার ৮৬১ জন।
গতকাল করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।