হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু 

চট্টগ্রামের হাটহাজারীতে ফার্নেস অয়েলবাহী ট্রেনের নিচে কাটা পড়ে মো. শাহাদাৎ (৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৯ আগস্ট) বেলা ১টার দিকে হাটহাজারী রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া মাদ্রাসা ছাত্র শাহাদাৎ সিলেটের সুনামগঞ্জ এলাকার মো. জসিমের ছেলে। জসিম পেশায় একজন দিনমজুর। তিন ছেলের মধ্যে শাহাদাৎ সবার ছোট বলে জানা গেছে। শাহাদাৎ হাটহাজারী তালিমুল কোরআন নুরানী মাদ্রাসার ছাত্র।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠাচ্ছি। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে সেজন্য আমরা সব ধরনের ব্যবস্থা নেবো। পাশাপাশি আজকের এ ঘটনায় এখানে যারা দায়িত্বে ছিল তাদের কোন গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে আমরা রেলওয়ে পুলিশের সাথেও কথা বলবো।

মন্তব্য করুন

Your email address will not be published.