পটিয়ায় পিআইবির তিনদিন ব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ 

চট্টগ্রামের পটিয়ায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) উদ্যোগে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার সকালে পটিয়া পৌরসভার কনফারেন্স রুমে এ কর্মশালা শুরু হয়। এতে চন্দনাইশ, পটিয়া, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশ নেন। আগামী বুধবার তিনদিন ব্যাপী এ কর্মশালা শেষ হবে।

পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার সভাপতিত্বে এতে প্রশিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন পিআইবির প্রোগ্রাম কো-অর্ডিনেটর জিলহাজ উদ্দিন নিপুণ।  অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুমন শাহ্‌,  চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, সাংবাদিক  সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক ওসমান হোসাইন প্রমুখ ।

মন্তব্য করুন

Your email address will not be published.