সাতকানিয়ায় বাতি নিভিয়ে বিদ্যুৎ বাচাঁতে দৌড় ইউএনও’র’

রাত আটটা বাজলেই হুইশেল বাঁজে যার আলো নিভাতে

 

সৈয়দ আককাস উদদীন

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারী নির্দেশনা মোতাবেক রাত আটটার মধ্যে সকল মার্কেট ও দোকান পাট বন্ধ নিশ্চিত করতে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন বাজারও ষ্টেশনের দোকানে দোকানে গিয়ে অনেকটা মাথার ঘাম পায়ে ফেলে অভিযানের মধ্য দিয়ে সরকার ঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে মরিয়া সাতকানিয়া উপজেলার চৌকস নির্বাহী কর্মকর্তা ফাতেমা- তুজ-জোহরা।

গত ১০ই (আগষ্ট)বুধবার রাত সাড়ে আটটার নাগাদ আনসারও পুলিশবাহিনী নিয়ে তার এই কার্যক্রম পরিলক্ষিত হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সুত্রে জানাযায়-গতকাল( বুধবারের)  ইউএনও কর্তৃক পরিচালিত এই অভিযানে ১০টি মামলায় মোট ৫৭,০০০/- টাকা জরিমানা করা হয়।

 

বাংলাদেশের প্রচলিত বিদ্যুৎ  আইন ১৯১০ অনুযায়ী উপজেলার  কেঁওচিয়া ইউনিয়নের কেরানীহাট বাজারে ৫টি দোকানে মোট ২২,০০০ টাকা ও বাজালিয়া ইউনিয়নের ১ টি দোকানে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া কেঁওচিয়াও বাজালিয়া ইউনিয়নে অস্বাঁস্থ্যকর পরিবেশে খাবার বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন করতে না পারায় এবং ট্রেড লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুযায়ী ৪ টি মামলায় মোট ৩০,০০টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় ইউএনও ফাতেমা-তুজ-জোহরা সকলকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ারও সরকারি নির্দেশনা প্রতিপালনে জন্য অনুরোধ করেন,এসময় তিনি আরো বলেন অন্যথায় বরাবরের মত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.