আনোয়ারায় গ্রামীণ সড়ক সংস্কার কাজের উদ্বোধন

আনোয়ারা প্রতিনিধি

‘মুজিব বর্ষের অঙ্গিকার, সড়ক হবে সংস্কার’ এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডিই)’র উদ্যোগে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস পালন উপলক্ষে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ মার্চ) বিকালে উপজেলার আনোয়ারা নোয়া রাস্তা সড়কের সংস্কার কাজের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মোখলেসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের তত্ত্বাবদায়ক প্রকৌশলী তোফাজ্জল আহমদ, নির্বাহী প্রকৌশলী একেএম আমিরুজ্জামান, আনোয়ারা উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান, উপ-সহকারি প্রকৌশলী খলিলুর রহমান, আনোয়ারা উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি ভিপি জাফর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ছগীর আহমেদ চৌধুরী আজাদ, সিনিয়ার সদস্য মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মোখলেসুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় আনোয়ারায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণর কাজের উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডিই)’র অধিনে আনোয়ারায় ২শত ৩৪ কিলোমিটার সড়কের মধ্যে যে সকল সড়কে বড় ও ক্ষুদ্র মেরামতের প্রয়োজন আছে সেই সব সড়ক গুলো জরুরী ভিত্তিতে মেরামত কাজের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.