ঈদগাঁও ভোমরিয়াঘোনায় শোক দিবস উপলক্ষে আলোচনা ও খতমে কোরআন সম্পন্ন

ঈদগাঁও প্রতিনিধি:  ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনাায় আ,লীগ কর্তৃক আয়োজিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খতমে কোরআন, আলোচনা সভা সম্পন্ন হয়েছে। ১২আগষ্ট বিকেলে স্থানীয় বড় মসজিদস্থ হেফজ খানা প্রাঙ্গনে সাবেক ওয়ার্ড় আ,লীগের সাধারন সম্পাদক ফিরোজ আহমদের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তারেক আজিজ। প্রধান বক্তা ছিলেন, ঈদগাঁও আ,লীগ সাধারন সম্পাদক রাশেদ উদ্দিন রাসেল। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাষ্টার আবদুল খালেদ,রমজান মেম্বার,বাবুল, ছাবের আহমদ, বাবুল, মুক্তিযোদ্বা ছৈয়দ ওমর, সিরাজ,নবী হোসন,দুদু মিয়া,মনজুর আলম, মাহবুবুর রহমান ইমন ও ছৈয়দ আলম, ২নং ওয়ার্ড় আ,লীগের সাবেক সাধারন সম্পাদক এম আবুহেনা সাগর, আ,লীগের কর্মী আবু বক্কর ছিদ্দিক কালু, আবদু গনিসহ তৃনমুলের অসংখ্য নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধুর আত্বার মাগফেরাত কামনায় এক দোয়া ও মোনাজাত করা হয়

মন্তব্য করুন

Your email address will not be published.