চন্দনাইশ প্রতিনিধি:
দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই(নি:)/মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ১৩ আগস্ট ভোর ০৪.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভাস্থ সিঙ্গার শো-রুমের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অভিযান চালিয়ে ইয়াবা বহন কাজে ব্যবহৃত একটি নোহা গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্টো-চ-৫৩-৫৩৫৪ এর ভিতরে মাঝখানের সীটের নিছে অভিনব কায়দায় রক্ষিত ৭০০০পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। মোঃ মেহেদী হাসান(২৪), পিতা-মোঃ ইলিয়াছ, সাং-দক্ষিণ মুহুরি পাড়া, ০৯নং জিলংঝা ইউপি, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার, ২। আবু তালেব(৩২), পিতা-মৃত কবির আহম্মেদ, সাং-খায়দাবাদ, নোনাছড়ি, ০৪নং শাপলাপুর ইউপি, থানা-মহেষখালী, জেলা-কক্সবাজার, ০৩। আব্দুর রশিদ(২৬), পিতা-মনু মিয়া, সাং-দক্ষিণ মেহেন্নামা(বলির পাড়া), পেকুয়া ইউপি, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার, ০৪। নুরুল আজিম(২৮), পিতা-মাহবুবুল আলম, সাং-চেইন্দা খন্দকার পাড়া, মুড়ার পাড়া, ৮নং দক্ষিণ মিঠাছড়ি ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজারদের গ্রেফতা রকরা হয়েছে। চন্দনাইশ থানা পুলিশ জানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।