বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগ নেতা রনির শ্রদ্ধা

 নিজস্ব প্রতিবেদক:

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে নগরীর জেলা শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। সোমবার (১৫ আগস্ট) বেলা ১১টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আকতার হোসেন সৌরভ, ফয়সাল রফিক, মেহেদী হাসান, আরাফাত উল করিম, রিপন, রুবেল সিকদার, মো. আশেকুন নবী, আমজাদ হোসেন ইমরান, মিজানুর রহমান মিজান, মো. শাওন, মো. আরিফ হোসেন, শাহাজাদা, মো. রুবেল, দিদারুল আলম সুমন, তানভীর হোসেন, সাদ্দাম হোসেন,মো. রিয়াদ,মাঈন নেয়াজ প্রমুখ। নুরুল আজিম রনি পুষ্পস্তবক অর্পণের পর ফাতেহা পাঠ করেন এবং ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।
মন্তব্য করুন

Your email address will not be published.