বাঁশখালীতে জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করছে নির্বাচন কার্যালয়

বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে ২০১৯ সালে ভোটার তালিকায় নিবন্ধনকৃত ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরন শুরু করেছেন উপজেলা নির্বাচন কার্যালয়। আজ মঙ্গলবার ১৬ মার্চ ছনুয়া এসব স্মার্টকার্ড বিতরণ করা হয়। এই ইউনিয়নে মোট বিতরণ করা হবে ১০২১ টি স্মার্টকার্ড। সকাল ৯ টা থেকে ছনুয়া ইউপি কার্যালয় থেকে নতুন ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরন করেন ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম.হারুনুর রশিদ । এসময় উপজেলা নির্বাচন অফিসের প্রতিনিধি মোঃ শহিদুল্লাহ, মোঃ বেলাল, ছনুয়া ইউপির সচিব অজয় অরুণ ধর সহ ছনুয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য গন উপস্থিত ছিলেন।

স্মার্ট কার্ড বিতরণকালে চেয়ারম্যান আলহাজ্ব এম.হারুনুর রশিদ বলেন, প্রযুক্তিগত দিক দিয়ে বর্তমান সরকার বিপুল পরিমাণ উন্নয়ন সাধিত হয়েছে। সেই উন্নয়নের ধারাবাহিকতায় সরকার প্রত্যেক নাগরিকের হাতে স্মার্ট কার্ড তুলে দিচ্ছেন।’ ২০১৯ সালে যারা নুতুন ভোটার হয়েছেন শুধু তাদেরকে এসব স্মার্টকার্ড প্রদান করা হচ্ছে ।

মন্তব্য করুন

Your email address will not be published.