নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের চেয়ারম্যান রুহুল্লা চৌধুরী দায়িত্ব নেয়ার পর থেকে ব্যাপক উন্নয়ন এবং পরিষদ থেকে দলমত নির্বিশেষে সবাই স্বচ্ছতার ভিত্তিতে সেবা পাচ্ছেন বলেও শোনা যায়।
১৯শে আগষ্ট(শুক্রবার) চরতী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সরেজমিনে পরিদর্শনে গেলে স্থানীয়রা এই তথ্য জানান।
জানাযায়-শঙ্খনদী তীরবর্তী এই ইউনিয়নের দূর্গম এলাকায় স্থানীয় সাংসদের বদান্যতায় নজিরবিহীন উন্নয়নমূলক কাজ করে আলোচনায় আসেন বর্তমান চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী।
পাশাপাশি নতুন ভোটার হালনাগাদ কার্যক্রমে দিনরাত ইউনিয়ন পরিষদে অফিস করে সেবা নিশ্চিত করায় আরো ব্যাপক ভাবে আলোচনায় আসেন চরতীর নবনির্বাচিত এই চেয়ারম্যান।
পরিষদে গিয়ে দেখা মেলে শতশত সেবাগ্রহীতার সাথে সুন্দর আচরণের মধ্য দিয়ে একের পর এক সেবা প্রদান করে যাচ্ছেন, পাশাপাশি নতুন ভোটারদের প্রথম ভোট মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগে দেয়ার জন্যও সবাইকে তিনি অনুরোধ করেন।
শুধু তাই নয়-নতুন ভোটার হতে আসা তরুনও তরুনীদের তিনি বলেন-শেখ হাসিনা মানেই এই প্রজন্মের উন্নয়নের বাংলাদেশ।তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কোন বিকল্প নেই।