ঈদগাঁও ঐক্য পরিবারের প্রস্তুতি সভায় আগামী ৯ সেপ্টম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর তারিখ ঘোষনা

ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারে ঈদগাঁও উপজেলার ব্যাতিক্রমধর্মী সামাজিক সংগঠন ঈদগাঁও ঐক্য পরিবারের এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯আগষ্ট বিকেলে ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসা সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে ঈদগাঁও ঐক্য পরিবার প্রথম প্রতিষ্ঠবার্ষিকী উদযাপনের লক্ষে এপ্রস্তুতি সভা সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন সংবাদকর্মী এম আবু হেনা সাগরের পরিচালনায় সম্পন্ন হয়। এতে অংশ নেন, সংগঠন এডমিন ও চিকিৎসক রেহেনা নোমান কাজল, শিক্ষক ছৈয়দ ইসলাম সাকিব, কার্যনিবার্হী সদস্য আবদুল্লাহ মিয়াজী, কলিম উল্লাহ ও মাহবুব মোর্শেদ। এই প্রস্তুতি সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী ৯ই সেপ্টেম্বর (শুক্রবার) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের দিনক্ষন ঘোষনা করা হয়েছে। সে সাথে গ্রুপে সব্বোচ্চ পোষ্টদাতাদের কে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় বিভাগে পুরুস্কৃত করা হবে,পাশাপাশি ৭জনকে সান্তনা পুরুস্কার প্রদান করার সিদ্বান্ত গৃহীত হয়। বিভেদ নয়, ঐক্য চাই শ্লোগানে গঠিত এই ঐক্য পরিবারটি হাটি হাটি পা পা করে এক বছর অতি ক্রম করতে যাচ্ছে। সেই থেকে অধ্যাবদি পর্যন্ত রাজনীতির বাইরে থেকে একে অপরের সাথে সামাজিক সম্প্রীতি,যোগাযোগ সম্পর্ক স্থাপনসহ শিক্ষনীয়-সামাজিক পোষ্ট দিয়ে সমাজ সচেতন কর্মকান্ডে সম্পৃত্ত রয়েছে। বিগত সময়ে এ ঐক্য পরিবারের পক্ষে ঈদগাঁও উপজেলাসহ পাশ্ববর্তী উপজেলার নানা ইউনিয়নে বিভিন্ন হেফজখানা অসংখ্য পবিত্র কোরআন শরীফ বিতরন, এতিম খানা,হেফজখানা,মহিলা মাদ্রাসাতে প্রয়োজনীয় জিনিসপত্র সহায়তা প্রদান,বৃক্ষরোপনসহ চারা বিতরন করে সামাজিক কর্মকান্ডে এগিয়ে যাচ্ছে এবং সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। তবেই গ্রুপে চিকিৎসক,শিক্ষাবিদ,শিক্ষার্থী,সাংবাদিক, চাকরীজিবীসহ বিভিন্ন শ্রেনী পেশার স্বনামধন্য ব্যাক্তিবর্গরা রয়েছে। তাদের পরামর্শ,সহযোগিতা কার্যক্রম এগিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.