ঈদগাঁওতে গজে উঠেছে অটো রিকসা ও টমটমের গ্যারেজ

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বিভিন্ন এলাকায় গজে উঠেছে অটোরিকশা ও টমটমের গ্যারেজ। এসব গ্যারেজে টমটমের ব্যাটারি চার্জের জন্য নামমাত্র মিটার ব্যবহার করে গ্যারেজ ব্যবসা করে যাচ্ছেন মালিকরা। যার কারনে প্রতিনিয়ত বিদ্যুৎ বিভ্রাট হতে যাচ্ছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। জানা যায়, নতুন উপজেলা ঈদগাঁওর ৫ ইউনিয়নের পাড়া মহল্লায় গড়ে উঠা গ্যারেজ গুলোতে প্রতিদিন অসংখ্য টমটম-অটোরিকশা চার্জ করা হচ্ছে। যার ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব, অন্যদিকে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ ব্যবহার করে গ্যারেজ করার কারনে নিত্যদিনই ঘটছে নানা ছোট বড় দুর্ঘটনা। সেই সাথে দিবারাত্রীতে তো লেগেই আছে বিদ্যুৎ ঘাটতি। বিদ্যুৎ যাচ্ছে অটো ও টমটমের পেঠে। এসব দেখার যেন কেউ নেই। অভিযান নেই এসবের বিরুদ্বে। আরো জানা যায়, বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন স্থানে টমটম গ্যারেজে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ভেতরে অনেক অটোরিকসা ও টমটম চার্জ করা হয় এক সাথে। তথ্য মতে, ঈদগাঁও উপজেলার বিভিন্ন অলিগলিতে ব্যাঙ্গের ছাতার মত ব্যাটারিচালিত টমটম, অটো রিকশা চলাচল করে থাকে। এসব গাড়ীর ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ছোট বড় মিলিয়ে গ্যারেজ স্থাপন করা হয়েছে অনেক। যার মধ্যে সবকটি বৈধ কিনা এ নিয়েও কথাবার্তা শুরু হয়েছে। এসব গ্যারেজে টমটম চার্জ দেয়ার ফলে অতিরিক্ত চাপ সামলাতে না পেরে বিদ্যুতের লোডশেডিং সৃষ্টি হয়। এরই জন্য টমটমের ব্যাটারি চার্জকেই দায়ী করেছেন সচেতন মহল। টমটম চালকদের মতে, বৃহত্তর ঈদগাঁওতে অসংখ্য গ্যারেজ রয়েছে। এক একটি গ্যারেজে ১২/১৫ টির মত গাড়ী চাজিং করা হয় প্রতি রাতে। দাম নিয়ে থাকে ১শ থেকে ১২০ টাকা পর্যন্ত। পবিস ঈদগাঁও জোনাল অফিসের এক জুনিয়ার ইঞ্জিনিয়ারের সাথে কথা হলে তিনি জানান, ঈদগাঁওর এরিয়া অফিসের আওতাধীন ১শত ৩০টির মত টমটম ও অটোরিকসার গ্যারেজ রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.