দেশের সর্বোচ্চ আদালতে গিয়েও রক্ষা হলোনা পরিষদের চেয়ার-এবার বসবেই আবু সালেহ
মহামান্য হাইকোর্টের রায়ে বহাল থাকল একক ভাবে জেতা সেই পদ
সাতকানিয়া প্রতিনিধি
অনেক মামলা হামলার রেষারেষির জের ধরে থেমে গিয়েছিল গত ১৫ই জুনে অনুষ্ঠিত এওচিয়ার ইউপি নির্বাচন।
প্রথমে অপহরণের দোহায় দিয়ে চট্টগ্রাম চীফ জু্ডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নৌকার প্রার্থী আবু সালেহসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে জিডি দায়ের করেছিল নৌকা প্রতীক না পাওয়া বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক,
আর সেই জিডির প্রেক্ষাপটে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি আদেশের বলে থেমে যায় এওচিয়ার উৎসব মুখর নির্বাচনী পরিবেশ।
পরে বাংলাদেশ নির্বাচন কমিশন সেই জিডির বিষয়ে তদন্ত করে সত্যতা পাওয়া যায়নি মর্মে আবারো নির্বাচন তারিখ ঘোষনা করেন এওচিয়া ইউনিয়ন পরিষদের।
কিন্তু নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্তকে মেনে না নিয়ে নৌকা প্রতীক না পাওয়া প্রার্থী চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক আশ্রয় নেয় মহামান্য হাইকোর্ট বিভাগে।
তখন থেকেই এওচিয়ার ইউপি নির্বাচনের ভাগ্য ঝুলে থাকে হাইকোর্ট বিভাগে।
নজরুল ইসলাম মানিকের নিজস্ব ভেরিফাইড ফেসবুকও তার শুভাকাঙ্ক্ষীদের সামাজিক যোগাযোগ মাধ্যম অনুযায়ী জানাযায়-তিনি নৌকা প্রতীকের প্রার্থী এবং বেসরকারী ভাবে জিতে যাওয়া আবু সালেহ’র’ বিপক্ষে ৬বার রায় পেয়েছেন।
কিন্তু সর্বশেষ আজ ২২শে আগষ্ট(সোমবার)প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারপতি ওবায়দুল হাসানও এনায়েতুর রহমানের যৌথ বেঞ্চ দীর্ঘ শুনানী শেষে নজরুল ইসলাম মানিক নিজেই আবু সালেহকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করার বিষয়টি প্রমানিত হওয়ায় মহামান্য হাইকোর্ট বেসরকারি ভাবে জেতা আবু সালেহকে চেয়ারম্যান ঘোষনা করে একটি আদেশ প্রদান করেন বলে- গনমাধ্যমে নিশ্চিত করেন এওচিয়া ইউনিয়ন পরিষদের বিনাপ্রতিদ্বন্ধিতায় জেতা আবু সালেহ।