চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাগরিকা স্টেডিয়াম টোল রোডে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও আহত হয়েছেন ১ জন।
সোমবার (২২ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ নাসির (৪০) সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ইউনিয়ন ফকির বাড়ির আব্দুর রবের ছেলে। আহত ইসমাইল হোসেন (৬৫) বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, পাহাড়তলী থানার সাগরিকা স্টেডিয়াম টোল রোড থেকে সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে বিকেলে সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে আনা হয়। তাদের মধ্যে মোহাম্মদ নাসির নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ইসমাইল হোসেনকে ১৯ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।