হালিশহরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

নগরীর হালিশহরের ছোটপোলে একটি কলোনির ছয়টি বসতঘর আগুনে পুড়ে যাওয়ার ঘটনাস্থল পরিদর্শনে গেলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।

গত সোমবার (২২ আগস্ট) বিকেলে পরিদর্শনে গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের খবরাখবর নেন তিনি। এসময় তাদের জন্য রান্না করা খাবার ও কিছু শুকনো খাবার বিতরণ করেন।

এসময় তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের সাথে কথা বললাম, এই বসতঘর ছাড়া তাদের থাকার আর কোনো জায়গা নেই। তাদের সাহায্যার্থে বিত্তবান এগিয়ে আসলে ঘটে যাওয়া এই ক্ষতি থেকে কিছুটা রেহাই পাবেন। মানুষ মানুষের জন্য। তাই মানুষের বিপদে মানুষই পাশে দাঁড়াবে।’
এসময় উপস্থিত ছিলেন সাবু, সিয়াম, আসিফ, বাহার, নয়ন শীল, দৃভ, উত্তম, হৃদয় প্রমুখ।

উল্লেখ্য গত রবিবার নগরীর হালিশহর থানার ছোটপোল এলাকার একটি কলোনির ছয়টি বসতঘর আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট পৌনে এক ঘণ্টা কাজ করে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.