রাঙামাটিতে জনসংহতি সমিতি (জেএসএস সন্তু)’র সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসীত খীসা) গ্রুপের বন্দুকযুদ্ধে শ্যামল চাকমা (৪৫) নামে একজন নিহতের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে জেলার লংগদু উপজেলার দুর্গম কাট্টলী এলাকায় দু পক্ষের মধ্যে এ বন্দুক যুদ্ধ হয়। তবে গোলাগুলির কথা স্বীকার করলেও নিহতের বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের মুখপাত্র অংগ্য মারমা বলেন, ছোট কাট্টলীতে ইউপিডিএফ’র কর্মীরা অবস্থানকালে জেএসএস’র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এসময় তাদের গুলিতে শ্যামল চাকমা নামে একজন সহযোদ্ধা শহীদ হয়েছে। তিনি আরো বলেন, এমন ঘটনার নিন্দা জানাই। পাশাপাশি সরকারের পাতানো ফাঁদে পা না দিতে সন্তু লারমার প্রতি আহবান ও ভাতৃঘাতী সংঘাত বন্ধেরও আহবান জানান তিনি।
কাট্টলী এলাকার ইউপি সদস্য সাধন কুমার চাকমা চাকমা বলেন, ছোট কাট্টলীর মোন এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে নিহতের বিষয়টি এখনও নিশ্চিত বলতে পারছি না। শুনেছি ইউপিডিএফ গ্রুপের একজন নিহত হয়েছে। সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে যাবে। তাদের জন্য অপেক্ষা করছি। ঘটনাস্থলে গেলে তবে বিস্তারিত জানা যাবে।’
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সানজিদ আহমেদ বলেন, জেএসএস—ইউপিডিএফ এ দু’গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনাটি ঘটেছে। তবে নিহতের বিষয়টি জানি না, জায়গাটি দুর্গম হওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এখনো পৌঁছাতে পারেনি।
রাঙামাটির পুলিশ সুপার মীর মোদ্দাছছের হোসেন বলেন, যদি গোলাগুলিতে নিহত হয়ে থাকে তাহলে মরদেহটি কোথায়? সঠিক প্রমাণ ছাড়া নিহত হয়েছে কিনা সেটা বলতে পারছি না।
তবে এ বিষয়ে জনসংহতি সমিতির কারো বক্তব্য পাওয়া যায়নি।