জাতির পিতার ইতিহাস কখনো মুছে ফেলা যাবে না : রেজাউল করিম চৌধুরী
চসিক মেয়র ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‘জাতির পিতা শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন বিশ্বের বুকে অনন্য বিস্ময়। এই ইতিহাস কখনো মুছে ফেলা যাবে না। দেশ বিরুধী ষড়যন্ত্র মোকাবেলায় সবসময় নেতা—কর্মীদের প্রস্তুত থাকতে হবে।’
রবিবার (২৮ আগস্ট) মহানগর স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরীর আগ্রাবাদ কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সকাল ১১ টায় ফ্রি চিকিৎসা ক্যাম্প, খাবার বিতরণ, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
তিনি বলেন, ‘চট্টগ্রামের পবিত্র ভূমি থেকেই ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়া শুরু হবে। হাইব্রিড কোনো নেতার নাম মহানগর স্বেচ্ছাসেবক লীগে স্থান হবে না।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ‘মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি ফারুক আমজাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ, পানি সম্পদ বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া, চসিকের প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির সদস্য বিদ্যুৎ বড়ুয়া, উপ প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ডা. উম্মে সালমা মুনমুন, উপ পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু, কার্যনির্বাহী সদস্য একেএম আজগর আলী, বোখারী আজম, জাতীয় পরিষদ সদস্য হানিফ চৌধুরীসহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি হেলাল উদ্দিন, সুজিত দাশ, মনোয়ার জাহান মনি, আজিজ মিছির, আজাদ খান অভি, আব্দুর রশিদ লোকমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, আব্দুল আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু সহ বিভিন্ন ওয়ার্ড ও থানার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।