১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মতো মহান নেতাকে হত্যা করা হয়। আমরা তাদের প্রতি ধিক্কার জানাই। বঙ্গবন্ধুর মতো এমন সাহসী মানুষ আমরা ইতিহাসে আর দেখিনি। এ দেশের শোষিত এবং বঞ্চিত মানুষের অধিকার তিনিই রক্ষা করেছেন।
সোমবার (২৯ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাহজালাল হল আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এ কথা বলেন।
হল প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, শিক্ষক সমিতির সভাপতি সেলিনা আখতার, সাধারণ সম্পাদক ড. সজীব কুমার ঘোষ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ মামুন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, শিক্ষার্থীদের মধ্যে যদি সমঝোতা না থাকে, আমরা কোনও কাজ করতে পারি না। বঙ্গবন্ধুর আদর্শে নিজেকে বিকশিত করতে হবে। আপনারা অনেক প্রতিযোগিতা করে এখানে এসেছেন। আমরা আপনাদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করতে চাই। আপনাদের সব দাবি হল প্রভোস্টের মাধ্যমে আমাদের জানাবেন। আমরা যে যেখানে আছি সেখান থেকেই বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করতে পারি।