চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড় থেকে শহিদুল ইসলাম বুইস্যাকে অস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৮ আগস্ট) রাত দেড়টার দিকে বহদ্দারহাট পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
শহিদুল ইসলাম বুইস্যা (২৫) ভোলা জেলার দৌলতখান খানার চরপাদ হাইস্কুল এলাকার ভান্ডারীর বাড়ির মোহাম্মদ আলীর ছেলে। তিনি নগরের পাঁচলাইশ থানার পশ্চিম ষোলশহর বদিউল আলম গলি হিরু বিল্ডিংয়ের সামনে সেমিপাকা ঘরের ভাড়াটিয়া।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত দেড়টার দিকে বহদ্দারহাট পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়৷ এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, ২টি কার্তুজ ও ছুরি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে নগরের পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় ছয়টি মামলা রয়েছে। এছাড়াও শহিদুল কিশোর গ্যাং লিডার ও ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত।