বাজালিয়ায় ৩০কেজি চাল বিতরণ কর্মসূচীর উপকারভোগীদের সাথে চেয়ারম্যান তাপস দত্ত

মা হারানো বেদনা নিয়েও চালাচ্ছেন সমাজসেবামূলক কার্যক্রমে

 

নিজস্ব প্রতিবেদক

 

“শেখ হাসিনার বাংলাদেশ
ক্ষুধা হবে নিরুদ্দেশ ” এই স্লোগানকে সামনে রেখে- ভিজিডি চাল প্রাপ্ত উপকারভোগীদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন চেয়ারম্যান তাপস দত্ত

৪ই আগষ্ট(রবিবার) সাতকানিয়া উপজেলার ১৩নং বাজালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত গরীব-দুঃস্থও অসহায় মহিলাদের জন্য বিনামূল্যে খাদ্য সহায়তা মাসিক ৩০কেজি হারে ভিজিডি চাল বিতরণ কর্মসূচিতে উপকার ভোগীদের সাথে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অর্জনও প্রকল্প নিয়ে অালোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অালোচনা সভায় উপস্থিত ছিলেন ১৩নং বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুবও ক্রীড়া বিষয়ক সন্পাদক তাপস কান্তি দত্ত-ইউপি সদস্য/সদস্যাবৃন্দ এবং ইউপি সচিব মোঃ খসরু সিকদারশেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিও সাবেক ছাত্রনেতা- মোছাদ্দেকুর রহমান অাজাদ সিকদার,বাজালিয়া ইউনিয়ন অাওয়ামি যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম,বাজালিয়া ইউনিয়ন অাওয়ামী লীগ এর প্রবীণ নেতা ফোরক অাহমদ,অাবু তাহের,সোলেমান বাঁশি,জালাল অাহমদসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

Your email address will not be published.