ঈদগাঁওতে তিনদিন ব্যাপী স্কাউটের বার্ষিক গ্রুপ ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন

ঈদগাঁও প্রতিনিধি:
বাংলাদেশ স্কাউটের বার্ষিক গ্রুপ ক্যাম্পও দীক্ষা অনুষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়েই সম্পন্ন হয়। জানা যায়, ৪ই সেপ্টম্বর (রবিবার) বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:জাকারিয়া, কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আলী এহছান, স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, স্কাউট কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, এল টি আ ন ম আজগর হোছাইন,আব্দুল হামিদ, আব্দুস সালাম,পূনাম পাল। দীক্ষা প্রদান করেন জসিম উদ্দিন ও আব্দুল মজিদ খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া বলেন, স্কাউটিং সুশৃংখল ও নিয়মানুবর্তি জীবন যাপনে উদ্বুদ্ধ করে। দেশ ও জাতি গঠনে ভূমিকা ও অপরিসীম। তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য ক্যাম্পে বিদ্যালয়ের বয় স্কাউট ও গার্লস ইন গাইড গ্রুপের সদস্যরা অংশ নেয়। শেষে স্কাউটের দলপতি ও উপ-দল প্রতিদের ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এরই পূর্বে স্কাউট পতাকা উত্তোলন করা হয়।
মন্তব্য করুন

Your email address will not be published.