চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার মিউনিসিপ্যাল স্কুলের সামনের ফুটওভার ব্রিজের নিচ থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মো. বাবলু (২৫), মো. জাহাঙ্গীর (২৮), মোহাম্মদ আল আমিন (২৬) ও মো. নয়ন হোসেন হৃদয় (২৬)।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর জানান, মিউনিসিপ্যাল স্কুলের সামনে ফুটওভার ব্রিজের নিচের অন্ধকার স্থানে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চারটি ধারাল ছোরা উদ্ধার করা হয়।

গ্রেফতার বাবলুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ৯টি এবং হৃদয়ের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও মাদক আইনে তিনটি মামলা রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.