গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাত করে আত্মগোপনে রহিম স্টিল মিল কর্মকর্তা মনিরুজ্জামান

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর ঢাকায় ব্যবসায়ী গ্রাহকদের ৩০ কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যাওয়ার অভিযোগ উঠেছে মনিরুজ্জামান নামে রহিম ষ্টীল মিল কোম্পানির এক সহকারী ব্যবস্থাপকের বিরুদ্ধে । এঘটনায় জড়িত থাকার সন্দেহে কোম্পানির জিএম শফিকুল ইসলাম ও অডিট অফিসার ইফতেখার রহমান সহ ৪ জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, রাজধানী ঢাকার উত্তরা, দক্ষিণ খান, উত্তর খান, নিকুঞ্জ, খিলক্ষেতের বিভিন্ন ব্যবসায়ীদের ডিলার কোড ব্যবহার করে কোম্পানীর ঘর থেকে প্রায় ত্রিশ কোটি টাকা মূল্যের লোহার রড বের করে নিয়েছে কোম্পানির সহকারী ব্যবস্থাপক পদে কর্মরত মনিরুজ্জামান। পরবর্তীতে এসব মালামাল পরিবেশকদের না দিয়ে নিজে বিক্রি করে টাকা হাতে নিয়ে নেয় এই ব্যক্তি। এক পর্যায়ে মালামাল না পেয়ে পরিবেশকরা নিয়মিত রাজধানীর টিকাতলীতে অবস্থিত রহিম গ্রুপের হেড অফিসে এসে ভীড় জমায়। তখন বিষয়টি জানাজানি হলে পালিয়ে যায় কর্মকর্তা মনিরুজ্জামান। কিন্তু এই কাজে জড়িত থাকায় কোম্পানির আরো চার কর্মকর্তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে কোম্পানির সাথে ব্যাংক গ্যারান্টি দিয়ে ব্যবসা করেন ব্যবসায়ীরা। ব্যাংক গ্যরান্টির মেয়াদ শেষ পর্যায়ে চলে আসায় ব্যাংকের চাপের শিকার হচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। ভুক্তভোগী মুন্নু স্টীল কর্পোরেশন এর স্বত্বাধিকারী আব্দুর রউফ মিয়া সোহেল নামে এক ব্যবসায়ী বলেন, আমার হিসেবের সাথে কোম্পানির প্রায় দেড় কোটি টাকার গড়মিল দেখতে পেয়ে আমি কোম্পানির অফিসে লিখিত অভিযোগ নিয়ে গিয়েছিলাম। কিন্তু তারা আমার লিখিত অভিযোগ গ্রহণ করেনি। শুধু মৌখিকভাবে দেখবে বলে জানিয়েছে। কিন্তু আবার এই দিকে আমার দেওয়া ব্যাংক গ্যারান্টি মেয়াদ শেষ হওয়ার চার মাস আগেই এনক্যাশম্যান্টের জন্য ব্যাংক তাগাদা দিয়েছে। আমার মনে হচ্ছে জালিয়াতির মূল হোতা মনিরুজ্জামানকে কোম্পানি লুকিয়ে রেখেছে। এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত মনিরুজ্জামানের মোবাইল ফোনে সংযোগ পাওয়া যায়নি। এছাড়া কোম্পানির উর্ধ্বতন কেউ এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি।

মন্তব্য করুন

Your email address will not be published.