ঈদগাঁওতে সেইফ ইসলামীয়া মার্কেটে মোবাইল দোকানে অগ্নিকান্ড : অর্ধকোটি টাকার ক্ষতি

ঈদগাঁও প্রতিনিধি:

থেকে ঈদগাঁও সেইফ ইসলামিয়া মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। ৮ই সেপ্টম্বর রাত আনুমানিক রাত আড়াইটার দিকে বাসস্টেশনস্থ এ মার্কেটে আগুন সংগঠিত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনা স্থলে এসে অগ্নিকান্ড নিয়ন্ত্রনে আনে। তবে তাৎক্ষনিক আগুনের সূত্রপাত কোথায় থেকে হয় তা কেউ নিশ্চিত করে জানাতে পারেননি। জানা যায়, উক্ত মার্কেটের প্রবেশ পথেই স্মাট ইলেকট্রনিক্স নামের একটি মোবাইল দোকানে অগ্নিকান্ড সংগঠিত হয়ে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। দামী আইফোনসহ নগদ টাকা পুড়ে গেছে বলে সূত্রে প্রকাশ। দোকানে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্মাট ইলেকট্রনিক্স স্বত্বাধিকারী জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তার দোকানে অগ্নিকান্ডের খবর পেয়ে ছুটে এসে দেখেন সব শেষ হয়। প্রায় অর্ধকোটি টাকার মত মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় তিনি হতভম্ব হয়ে পড়েন। আরো জানান, বৃহৎ একটি মার্কেটে পানির সুব্যবস্থা না থাকায় দু:খও প্রকাশ করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.