আনোয়ারায় দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

আনোয়ারা থানার চাতরী চৌমুহনীতে সড়ক দুর্ঘটনায় মো. মহিউদ্দীন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি বাঁশখালী উপজেলার চানপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সওদাগর পাড়ার মো. আহমেদ কবিরের ছেলে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার।

তিনি হাসপাতালে আনয়নকারীর বরাত দিয়ে বলেন, চাতরী চৌমুহনীতে সিএনজি অটোরিকশার সঙ্গে বাসের ধাক্কায় মো. মহিউদ্দীন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.