ঈদগাঁওতে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টম্বর বিকেলে ঈদগাঁও বাজারস্থ নিজস্ব কার্যালয়ে ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি মৃণাল আচায্যের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জিকো দাশ সুব্রতের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈদগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম। অংশ নেন- উপজেলার সতেরটি পূজা মন্ডপের সভাপতি,সাধারন সম্পাদক ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সম্পাদকগন। সভায়-পূজা মন্ডপের ধর্মীয় ভাবগাম্ভীর্যতা বজায় রাখতে হবে,অশ্লীল ডিজে নাচ গান সম্পূর্ণরুপে বর্জন করতে হবে,যাবতীয় নেশাদ্রব্য বর্জন করতে হবে ও নেশাদ্রব্য গ্রহন করে পূজা মন্ডপে সম্পূর্ন নিষিদ্ধ করতে হবে। নামাজের সময়সূচী মেনে চলার সিদ্বান্ত হয়।