নিত্যপণ্যেন মূল্য তালিকা দোকানে টাঙ্গিয়ে রাখার নিয়ম থাকলেও ঈদগাঁওর অধিকাংশ দোকানে নেই তালিকা। যার ফলে দামের ক্ষেত্রে ক্রেতারা বিপাকে পড়েছে। বাজার মনিটরিং করে খাদ্যসামগ্রীর দাম সহনীয় পর্যায়ের রাখার দাবী জানান ক্রেতারা। তবে অধিকাংশ দোকানদার সে নিয়ম মানছেনা। এতে করে ইচ্ছামতো দামে ক্রেতাদের কাছে বিক্রি করছেন দোকানীরা। আবার কিছু কিছু দোকানে তালিকা রয়েছে। ২৩ সেপ্টম্বর সকালে ঈদগাঁও বাজারের বিভিন্ন পয়েন্টে ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে। এ বাজারে অধিকাংশ মুদির দোকান থাকলেও মাত্র গুটি কয়েক দোকানে পণ্যের মূল্য তালিকা দেখা যায়। অন্য দোকানগুলোতে তালিকার দেখা মেলেনি। তবে একেক দোকানে একেক দামে বিকিকিনি করা হচ্ছে নিত্যপণ্য সামগ্রী। যাতে চরমভাবে বেকায়দায় পড়েছেন বৃহৎ এলাকার নিন্ম ও মধ্যবিত্ত ক্রেতা সাধারন। জৈনক এক মুদির দোকানদার তার দোকানে তালিকা না থাকার কথা স্বীকার করেন। বাজারে আসা দুয়েক ক্রেতা জানান, মুদির দোকানসহ কোন স্থানেই দৈনিক জিনিসপত্রের দামের তালিকা নেই। দোকানদার এ নিয়ম মানেনা। বাজার মনিটরিং করলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঠিক থাকবে। সচেতন মহলের মতে, এ তালিকা না থাকায় বিপাকে ক্রেতারা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনাসহ নিয়মিত বাজার মনিটরিং করার দাবী জানান।