মদসহ ট্রাক চালক গ্রেফতার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও মৌলভী পুকুর পাড় থেকে ৫শ লিটার চোলাই মদসহ মো. রবিউল হোসেন হৃদয় (২৬) নামে এক ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটায় তাকে গ্রেফতার করা হয়। রবিউল রাউজান থানার ডালার মুখ রহমত পাড়ার আব্দুল মান্নানের ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভী পুকুর পাড় এলাকায় কালুরঘাট থেকে আসা একটি ট্রাককে সিগন্যাল দেওয়া হয়। ট্রাকটি থামিয়ে পালানোর চেষ্টাকালে ট্রাক চালক মো. রবিউল হোসেন হৃদয়কে গ্রেফতার করা হয়। এ সময় ট্রাকের মধ্যে থাকা ৫শ লিটার দেশিয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, রবিউলসহ পলাতক আসামিরা রাঙামাটি থেকে চোলাই মদ সংগ্রহ করে পাইকারি দামে নগরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। উদ্ধারকৃত চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে নগরে নিয়ে আসছিল।

মন্তব্য করুন

Your email address will not be published.