সাতকানিয়ায় আগুনে পুড়ে ছাই হল ৭ বসতঘর, দগ্ধ ২ জন

 

সাতকানিয়া প্রতিনিধি

 

সাতকানিয়ায় আগুনে দুই ব্যক্তি দগ্ধ হয়েছেন, পুড়ে গেছে সাতটি বাড়ি ও দুটি গবাদি পশু। শুক্রবার (১৯ মার্চ) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জলদাস পাড়ায় এ ঘটনা ঘটে। দগ্ধ মৃত সতীশ জলদাসের স্ত্রী ব্রজবালা জলদাস (৬০) ও মানিক দাসের ছেলে সন্তোষ জলদাস (৫৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিকাণ্ডে নগদ টাকা, কাপড় চোপড়, আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র সবকিছু মিলে ক্ষয়্ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্তরা হলেন—সাবেক ইউপি সদস্য বিমল জলদাস, সন্তোষ জলদাস, স্বপন জলদাস, ব্রজবালা জলদাস, প্রিয়লাল জলদাস, প্রিয়তোষ জলদাস ও নির্মল জলদাস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নির্মল জলদাসের গোয়াল ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে নিমিষেই পাশের ঘরগুলোতে ছড়িয়ে গেছে। প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী আগুনে টিনের চালা সেমি পাকা ও বেড়ার সাতটি বাড়ি পুড়ে গেছে।

ইউ.পি সদস্য হাসান আলী রাশেদ ও স্থানীয় ব্যবসায়ী তসলিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা ও স্থানীয় চেয়ারম্যান ২০ কেজি চাল ও নগদ ১ হাজার টাকা সহযোগিতা করেছেন।। ক্ষতিগ্রস্থরা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর দিন যাপন করছেন।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা ধর্মপুরে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষনিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।

ধর্মপুর ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াছ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা অধিকাংশই মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের সদস্য। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক আমি চেষ্টা করছি সরকারি সহযোগিতা করার। খবর পেয়ে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শ করেছি। তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা দেয়া হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.