উত্তর রাঙ্গুনিয়া প্রিমিয়ার লীগের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

‘খেলা-ধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উত্তর রাঙ্গুনিয়া খেলোয়াড় সমিতির আয়োজনে রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া প্রিমিয়ার লিগের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) বিকেলে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলার উদ্বোধন করেন বিশিষ্ট দানবীর, সমাজসেবক, ক্রীড়ামোদী ও রাজনীতিবিদ মোঃ আবু তাহের।

খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন স্বাধীন বাংলা ফুটবল একাদশ বনাম মুক্তি বিহঙ্গ এফ সি ক্লাব। উক্ত খেলায় ১-০ গোলে স্বাধীন বাংলা ফুটবল একাদশকে হারিয়ে শিরোপা অর্জন করে মুক্তি বিহঙ্গ এফ সি ক্লাব।

উত্তর রাঙ্গুনিয়া খেলোয়াড় সমিতির সার্বিক সহযোগীতা ও চট্টগ্রাম কর্ণফুলী গ্যাস অফিসার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আহমদ তাং এর সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া উপজেলা আ. লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব আলহাজ্ব জসীম উদ্দিন তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন লালানগর ইউনিয়ন আ.লীগের সেক্রেটারী মীর গোলাম মোস্তফা বাবুল, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ, মীর মোহাম্মদ আজমগীর, গিয়াসউদ্দিন শওকত, ফজলুল ইসলাম সেলিম, মোঃ নুরুল আবছার, মোঃ নবীর হোসেন, মাসুদ তালুকদার, খেলোয়াড় সমিতির সভাপতি কামাল উদ্দিন, সা: সম্পাদক মোঃ রাসেল, অধ্যাপক ইকবাল হোসেন তাং, মইনুল ইসলাম, মোঃ পারভেজ মাহমুদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জসিম উদ্দিন তালুকদার বলেন, ‘মাদক মুক্ত রাঙ্গুনিয়া গড়তে খেলা ধূলার বিকল্প নেই। মাদক থেকে আমাদের যুব সমাজকে দুরে রাখতে পড়াশুনার পাশাপাশি যুবকদেরকে খেলাধুলার জন্য মাঠ মুখী করতে হবে। তাহলে আমাদের রাঙ্গুনিয়াকে মাদকমুক্ত করতে আমরা সক্ষম হব।’

মন্তব্য করুন

Your email address will not be published.