বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির মহানায়ক: এম.এ মান্নান চৌধুরী

 

আনোয়ারা প্রতিনিধি

বর্ষীয়ান রাজনীতিবীদ বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু (এমপি) স্বাধীনতা পুরস্কার (মরোণোত্তর) লাভ করায় ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করে বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগ।

উপজেলার কালাবিবি দিঘী মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী। এসময় প্রধান বক্তা ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ মালেক।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নজরুল আনচারী মুজিব, বারখাইন ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিল, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন হেলাল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন শাকিল, উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল্লাহ্ আল নোমানসহ ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, স্বাধীনতা বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক ও অভিন্ন সত্বা। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামের কোন রাষ্ট্রের জন্ম হত না, বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির মহানায়ক। সেই মহানায়কের ঘনিষ্ট সহকর্মী ও মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ছিলেন মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু।

বক্তারা আখতারুজ্জামান চৌধুরী বাবুকে স্বাধীনতা পুরস্কারে মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনোয়ারাবাসী ও আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.