সাতকানিয়ায় আদালতের নিষেধাজ্ঞা না মেনে জায়গা দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

সাতকানিয়ার কাঞ্চনায় এক অসহায় ব্যক্তির দোকান ঘর ভেঙ্গে দিয়ে উল্টো ভুক্তভোগী আবছারদের পরিবারের বিরুদ্ধে চাদাঁবাজি মামলা করার অভিযোগ ওঠেছে একই এলাকার গিয়াস উদদীন (খোকন),তাহাসিন,রিদুয়ানুল হকও নুরুল হকের বিরুদ্ধে।

৩০শে সেপ্টেম্বর(শুক্রবার)সকালে সাতকানিয়ার কাঞ্চনায় লতাপীর বাজার এলাকায় সরেজমিনে পরিদর্শনে গেলে একটি পুরাতন টিনশেড দোকান মার্কেটের সম্পূর্ন ভাঙচুর দৃশ্যের দেখা মেলে।

মধ্য কাঞ্চনার  মৃত মাহমুদুল হকের ছেলে আবছার (৩১)বাদী হয়ে খোকন গংদের বিরুদ্ধে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি ১৪৫ধারার ফৌজদারী মিছ মামলা করেন।

মামলায় স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দিলেও প্রতিপক্ষরা আদালতের আদেশের তোয়াক্কা না করে স্থানীয় ভাবে প্রভাবশালী হওয়ায় অদৃশ্য শক্তির ইশারায় ভুক্তভোগী আবছারদের অতিপুরাতন সেমিপাকাও টিনের মার্কেট দখলের উদ্দেশ্যে ভাঙচুর চালান।

বাজারের একাধিক ব্যবসায়ি প্রতিবেদককে জানান, ভুক্তভোগী আবছারদের পূর্বপুরুষরাও ওই জায়গা ভোগদখল করে আসছিল।

কিন্ত এখন প্রতিপক্ষরা শক্তিশালী হওয়ায় উচ্ছেদের শিকার হতে হচ্ছে।

ফৌজদারি মিছ মামলার বাদী আবছার জানান, আমাদের পুরাতন মার্কেট ভেঙ্গে উল্টো আমাদের বিরুদ্ধে দেয়া হয়েছে চাঁদাবাজি মামলা । আমরা প্রশাসনের দ্বোরগোড়ায় গিয়েও কোন প্রতিকার পাচ্ছিনা।

 

এদিকে অভিযুক্ত খোকনের মোবাইলে সংযোগ না হওয়ায় একাধিক কল করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.