ঈদগাঁওতে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ২৬ টি মন্ডপে অনুদান

 

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঈদগাঁও উপজেলার ২৬টি মন্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়।
৩০ সেপ্টম্বর দুপুরে ঈদগাঁও বাজারের কেন্দ্রীয় কালীমন্দির কার্যালয়ে অনুদান বিতরণ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্টরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও অত্র উপজেলার জন্য সদর উপজেলা প্রশাসন থেকে ১৬,২৫০ কেজি চাল বরাদ্দ করা হয়। এ চাল বিক্রি করে প্রাপ্ত ৬ লক্ষাধিক টাকা সংশ্লিষ্ট ২৬টি মন্ডপের কমিটির নেতৃবৃন্দের কাছে তুলে দেয়া হয়। এর মধ্যে প্রতিমা মন্ডপ হচ্ছে ১৭ টি এবং ঘট মন্ডপ হচ্ছে ৯টি।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জিকু দাস সুব্রতের মতে , বিকাল ৩টা পর্যন্ত এ বিতরণ কার্যক্রম চলে। সর্বোচ্চ অনুদান তুলে দেওয়া হয় ঈদগাঁও বাজার কেন্দ্রীয় কালী মন্দির কর্তৃপক্ষকে।

মন্তব্য করুন

Your email address will not be published.