সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ায় মামলা প্রত্যাহারের জন্য সাতকানিয়া থানার জিআর মামলার বাদী ঢেমশার ৯নং ওয়ার্ডের ইসমাঈল খুব আতংকে আছেন একই এলাকার প্রতিপক্ষ আব্দুল হাই চৌধুরীর ছেলে মোর্শেদুল আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরীও খানে আলম চৌধুরী,ফেরদৌস আলম চৌধুরীর দাপটের কাছে।
জানাযায়-ঢেমশার ৯নং ওয়ার্ডের চৌধুরী হাটের মো:দানেশের ছেলে মো:ইসমাঈলদের সাথে মোর্শেদুল আলম চৌধুরীদের সাথে পূর্ব থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল,সে জমিজমার বিরোধ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ পর্যন্ত গড়িয়েছে এবং বর্তমানে বিচারাধীনও আছেন বিষয়টা।
কিন্তু আদালতের বিচারাধীন জায়গা দখলের চেষ্টা চালান প্রতিপক্ষ মোর্শেদুল আলম চৌধুরী গং।
তখন অসহায় ইসমাঈলরা বাঁধা প্রদান করলে তাদের উপর নেমে আসে অমাবস্যার অত্যাচার অবিচার হামলাও বেদড়ক মারধরের আঘাত।
পরে উক্ত অভিযোগের প্রেক্ষিতে ইসমাঈল বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করলে,ওই মামলায় মোর্শেদুল আলম চৌধুরীর সাঙ্গপাঙ্গরা জামিনে বের হয়ে মামলা নামিয়ে ফেলার জন্য বাদীর বিরুদ্ধেে উল্টো ১৪৫ধারার মামলা করে বাদীকে আবারো হুমকি দিচ্ছে বলে জানান মামলার বাদী ইসমাঈল।
এদিকে বাদী ইসমাঈলের আইনজীবি এডভোকেট আব্দুল লতিফ বলেন-যেখানে সিভিল আদালত চলমান এবং মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন।
সেখানে ১৪৫ধারার ফৌজদারী মিছমামলা চলতে পারেনা।
এখন প্রতিপক্ষগণ মিছ-মামলার দোহায় দিয়ে আমার মক্কেলদের সাথে যেটা করে আসছে তা বেআইনি, তার জন্য আমরা আইনী ব্যবস্থা নিব।
এদিকে সাতকানিয়া থানা সূত্রে জানাযায়-ইসমাঈল সাতকানিয়া থানায় তার প্রতিপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল,এখন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে চার্জশীট প্রদান করা হবে।নতুন করে কেউ হুমকি দিলে তাকেও আইনের আওতায় আনা হবে।