আনোয়ারার শারদীয় দুর্গা পূজায় আড়াই হাজার কাপড় বিতরণ করলেন বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ

আনোয়ারা প্রতিনিধি: শারদীয় দুর্গা পূজা উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় আড়াই হাজার কাপড় বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের বিভিন্ন গ্রামে এসব বিতরণ করেন আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ইসি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী ও ব্যাংকের পরিচালক আসিফুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে এসব সনাতন ধর্মাবলম্বীদের এসব কাপড় বিতরণ করা হয়। স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে, শোলকাটা, শিলাইগড়া, ঝিওরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও সন্ধ্যায় পূর্ব বারখাইন তরুন সংঘ দূর্গাবাড়ী মাঠে এবং নিজের বাড়ীতে এসব বিতরণ করা হয়। কাপড় বিতরণী অনুষ্ঠানে সিইউএফএল সিবিএ যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খানসহস্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। জানতে চাইলে আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী বলেন, প্রয়াত নেতা আখতারুজ্জামান চৌধুরীর পরিবারের পক্ষ থেকে দুর্গা পূজা উপলক্ষে এসব কাপড় বিতরণ করা হয়। এটি প্রতি বছরের ন্যায় সনাতন ধর্মাবলম্বীদের এ কাপড় বিতরণ করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.