আনোয়ারার বখতিয়ার সড়কের আড়াই কিলোমিটারের বেহাল দশা

আনোয়ারা প্রতিনিধি:

বটতলী শাহ্ মোহছেন আউলিয়ার সড়কটি উন্নয়ন কাজের জন্য বন্ধ রয়েছে প্রায় একমাস ধরে। বিকল্প সড়ক হিসেবে বটতলী রুস্তমহাটে যাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে কবিরার দোকান এলাকার পশ্চিমচাল বখতিয়ারপাড়ার বেহাল দশা সড়কটি। সড়কটির কোথাও পিচ উঠে খোয়া বের হয়ে আছে। কোথাও পিচ-খোয়া দুই-ই উঠে সৃষ্টি হয়েছে গর্তে। দীর্ঘদিন সংস্কার না করায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের গুরুত্বপূর্ণ কবিরার দোকান বখতিয়ার সড়ক থেকে কালীবাড়ি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কের অংশের নাজুক অবস্থা। সড়কটি দিয়ে যানবাহনের ভোগান্তি ও ধুলাবালিতে যাতায়াত ও হাঁটাও কষ্টকর হয়ে পড়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে বারশত ইউনিয়নের পশ্চিমচাল কবিরের দোকান এলাকায় সরেজমিনে গিয়ে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন পর অবহেলিত সড়ক কবিরের দোকান থেকে শাহ্ মোহছেন আউলিয়া সড়কটি উন্নয়ন কাজ হচ্ছে। আর উন্নয়ন কাজও ধীর গতিতে হওয়ায় আজ এক মাস ধরে বন্ধ রয়েছে এ সড়কটি। বটতলী শাহ্ মোহছেন আউলিয়া মাজার, বারশত, রায়পুর ও জুঁইদন্ডী ইউনিয়নের প্রায় দুই লক্ষাধিক মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করে। এছাড়াও বিকল্প সড়ক হিসেবেও বটতলী রুস্তমহাটে যাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে কবিরার দোকানের বখতিয়ারপাড়ার বেহাল দশা সড়ককে। সড়কটিরও পিচ উঠে খোয়া বের হয়ে আছে। এটিও দীর্ঘদিন সংস্কার না করায় প্রায় আড়াই কিলোমিটার অংশের নাজুক অবস্থা। এমনিতেই সড়কটি অপ্রশস্ত। তার ওপর পিচ-খোয়া উঠে গর্ত সৃষ্টি হয়েছে। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে এ সড়কে চলাচল করছে ছোট-বড় যানবাহন গুলো। বর্তমানে সড়কটি দিয়ে ধুলাবালিতে পথচারীদের হাঁটাও কষ্টকর। বর্ষা মৌসুম আসার আগে এটিও সংস্কার না হলে কয়েকটি ইউনিয়নের মানুষ দুর্ভোগে পড়বে বলে জানান স্থানীয়রা। রায়পুর গাউছিয়া হাসেমীয়া মাদ্রাসার সুপার মৌলানা সোলাইমান আনসারী জানান, সড়কটি সংস্কার না হওয়ায় দীর্ঘ এক বছর ধরে চার ইউনিয়নের মানুষের যাতায়াতের কস্ট হচ্ছে। সড়কটি সংস্কার করা প্রয়োজন। স্থানীয় মোহাম্মদ সবুর বলেন, কবিরের দোকান থেকে শাহ্ মোহছেন আউলিয়া সড়কটি উন্নয়ন কাজ হচ্ছে। বটতলী শাহ্ মোহছেন আউলিয়া মাজারসহ বারশত, রায়পুর ও জুঁইদন্ডী ইউনিয়নের বিভিন্ন গ্রামে যাতায়াতের জন্য বিকল্প সড়ক হিসেবে ব্যবহার হচ্ছে এ সড়কটি। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটিও বেহাল দশা হয়ে পড়েছে। সড়কটিও সড়ক সংস্কার করার জন্য কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। সিএনজি অটোরিকশার চালক ইলিয়াছ হোসেন বলেন, ‘রাস্তা বেহালের কারণে গাড়ি চালাতে চাই না। সংসারের কথা চিন্তা করে কষ্ট করে গাড়ি চালাচ্ছি।’ এবিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা সহকারী প্রকৌশলী তাসলিমা জাহান বলেন, আনোয়ারার বারশত ইউনিয়নের কবিরের দোকান থেকে কালীবাড়ী পর্যন্ত আড়াই কিলোমিটার দৈর্ঘের বকতিয়ার সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রকল্প পাঠানো হয়েছে। এ প্রকল্প অনুমোদন হয়ে আসলেই আমরা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে সড়কের সংস্কার কাজ শুরু করব।

মন্তব্য করুন

Your email address will not be published.