নৌকার বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের আহবান কক্সবাজার জেলা আ’লীগের

মিছবাহ উদ্দীন (আরজু), মহেশখালী:

আসন্ন পৌর ও ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নৌকার প্রার্থী ব্যতীত দলের ভেতর থেকে যারা বিদ্রোহী প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদেরকে ২৪ মার্চের মধ্যে নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ার আহবান জানিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। ২৩ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যায় সংবাদপত্রে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় কক্সবাজারের চকরিয়া এবং মহেশখালী পৌরসভা ও চার উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ নির্দেশনা দেন নেতৃবৃন্দ। তারা বলেন, জেলা আওয়ামী লীগের এমন নির্দেশনা স্ব-সম্মানে যারা মানবেনা তাদের বিষয়ে কেন্দ্রের পরামর্শে দল থেকে বহিস্কারসহ গুরুত্বপূর্ণ কঠোর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

মন্তব্য করুন

Your email address will not be published.