ঈদগাঁও থেকে কক্সবাজার সরকারী কলেজের শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু

ঈদগাঁও ছাত্রলীগের দাবীর পরিপ্রেক্ষিতে ঈদগাঁও থেকে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করে লালিত স্বপ্ন পূরণ করলো সরকারী কলেজ কর্তৃপক্ষ। ১ নভেম্বর সকাল সাড়ে আটটায় ঈদগাঁও ষ্টেশন চত্বরে দীর্ঘদিন পর হলেও ছাত্রলীগের দাবীর প্রেক্ষিতে কক্সবাজার সরকারী কলেজে পড়ুয়া ঈদগাঁও অঞ্চলের শিক্ষার্থীদের জন্য অবশেষে বাস ব্যবস্থা চালু করলেন কলেজ কর্তৃপক্ষ। চির কৃতজ্ঞ শিক্ষার্থী সমাজ। এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসার মোহাম্মদ গিয়াস উদ্দিন, জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আবু মোহাম্মদ মারুফ আদনানসহ সরকারী কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। ফিতা কেটে কলেজ বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই সময় ছাত্রলীগের কর্মীরা শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে তুলেন। অন্যদের মাঝে অংশ নেন- ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের নেতা রাহুল পাল, ছৈয়দ মোহাম্মদ তামিম,কাজী আবদুল্লাহ, সাদ্দাম হোসেন, তাফ সীর,শহিদ,আবদু রহিম, মিজান, বোরহান, নবী হোসন,সাহিনুর রহমান সোহেল,রায়হান,ফয়েজ, আমান,সাজুসহ প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা। ছাত্রলীগ ও অসহায় শিক্ষার্থীদের বহুদিনের স্বপ্ন পূরণ করে কলেজ বাস চালু করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন অসংখ্য ছাত্রছাত্রী। ভোগাস্তি দুর করে শিক্ষার্থীরা সঠিক সময়ে পাঠদানে আরো উৎসাহিত হবে, যাতায়াত সহজতর হয়ে উঠবে। কলেজ অধ্যক্ষ গিয়াস উদ্দিন বলেন, ঈদগাঁওর ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের দাবীর ফলে আল্লাহর রহমতে কলেজ বাস চালু করতে সক্ষম হয়েছি। ঈদগাঁওর শিক্ষার্থীদের সুবিধার্থে নিয়মিত বাস সার্ভিস চালু থাকবে। জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মারুক আদনান বলেন, সাধারন শিক্ষার্থীদের যোক্তিক দাবীর সাথে সবসময় পাশে থাকেন ছাত্রলীগ। কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগের দাবীর প্রেক্ষিতে শিক্ষার্থীদের যাতাযাত সুবিধার্থেই বাস সার্ভিস চালু করল কলেজ কর্তৃপক্ষ। তাদেরকে অভিবাদন।
মন্তব্য করুন

Your email address will not be published.