আনোয়ারায় ৭ম শ্রেণীর শিক্ষার্থীকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ২

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় ১৩ বছরের এক স্কুল শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ এলাকার পাহাড়ের জঙ্গলে এ ঘটনা ঘটে। এঘটনায় জড়িত থাকা মো. শহীদুল ইসলাম রাকিব (২০) ও মো. রাজু সাগর (২৫) কে শনিবার রাতে বরুমছড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বটতলী রুস্তমহাট এলাকায় পরিবারের সাথে ভাড়া থাকা ৭ম শ্রেণির ১৩ বছরের শিক্ষার্থীকে স্থানীয় একদল বখাটে শাহ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ সংলগ্ল পাহারের জঙ্গলে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। খবর পেয়ে পরিবারের লোকজন কিশোরিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শনিবার (২৭ মার্চ) রাত সাড়ে ১১টায় শিশুটির পিতা বাদী হয়ে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে বরুমচড়া এলাকার নেজাম উদ্দিনের পুত্র মো. শহীদুল ইসলাম রাকিব (২০) ও বটতলী গ্রামের মৃত আবদুস সালামের পুত্র মো. রাজু সাগর (২৫)কে বরুমচড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। বর্তমানে ওই কিশোরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, বৃহস্পতিবার বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ সংলগ্ন পাহাড়ের জঙ্গলে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় কিশোরীর পিতা শনিবার রাতে ধর্ষণ মামলা করলে পুলিশ ২ আসামীকে গ্রেপ্তার করেছে। রবিবার গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করেছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.