সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া উপজেলার ছদাহার ৪নং ওয়ার্ডের আফজাল নগরের হাসমতের দোকানের পাশে সতিন্যা পুকুর পাড়ে শামসুল হক নামক এক বৃদ্ধের জমি থেকে জোর করে মাটি কাটার অভিযোগ ওঠেছে স্থানীয় ভুমিধস্যু মৃত ইসহাকের পুত্র মোঃহেলাল উদদীনের বিরুদ্ধে।
জানা যায়,ছদাহার আফজাল নগরের ভুইয়া বাড়ির মৃত আমিনুল হকের পুত্র শামসুল হক (৭৫)এর পৈতৃক জমি থেকে কোন ধরনের কথাবার্তা ছাড়াই, একই এলাকার মৃত ইসহাকের ছেলে হেলাল উদদীন ভুইয়া হরতালের সুযোগে বড় বড় এস্কেভেটর দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জোরপূর্বক মাটি কাটার মহৌৎসবে লিপ্ত।
এদিকে অসহায় বৃদ্ধ শামসুল হক জানান,আমার বয়স হয়ে গেলো স্থানীয় প্রভাবশালী হেলাল কোন কারণ ছাড়াই কেন আমার জমিতে এস্কেভেটর নামিয়ে মাটি কাটছে তা আমার মাথায় আসছেনা, আমি এর বিচার চাই।
এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান, আমি এখনই বয়স্ক লোকটির জমি বাঁচানোর ব্যবস্থা করছি।
এখনি ব্যবস্থা নেয়া হবে।