লোহাগাড়ায় নতুন সহকারি কমিশনার (ভুমি) খোরশেদ আলম চৌধুরী’র যোগদান

লোহাগাড়া প্রতিনিধি 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মো. খোরশেদ আলম চৌধুরী যোগদান করেছেন।

গত ২৮মার্চ এসিল্যান্ড হিসেবে তিনি যোগদান করেন। ৩৪তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এসিল্যান্ড হিসেবে পদায়ন পাওয়ার পর থেকে সততা,দক্ষতা ও সুনামের সাথে কক্সবাজার জেলার চকরিয়া, মহেশখালীসহ বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোঃ খোরশেদ আলম চৌধুরীর বাড়ী কুমিল্লা জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।

লোহাগাড়ার নবাগত এসিল্যান্ড মোঃ খোরশেদ আলম চৌধুরী জানান, আমি গত কয়েকদিন পুর্বে লোহাগাড়ার এসিল্যান্ড হিসেবে দায়িত্ব ভার গ্রহন করেছি। ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে আমি কাজ করে যাব বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য তিনি সকল জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকলের সহযোগীতা কামনা করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.