হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ। বুধবার ১৪ ডিসেম্বর দুপুরে উপজেলা কৃষি অফিস কনফারেন্স রুমে সংগঠনের সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কৃষি কর্মকর্তা আল মামুন শিকদার। তিনি বলেন, ৭১ সালের রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানীরা এদেশের স্বাধীনতা বিরোধী শক্তিদের সহযোগিতায় বিজয়ের একদিন আগে দেশকে মেধাশূন্য, অকার্যকর করতে কবি, সাহিত্যিক, বিজ্ঞানি, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিকসহ অনেক বুদ্ধিজীবী হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যা করলে দেশ সামনে এগোতে পারবেনা। এচিন্তাধারায় তারা জঘন্য হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছিল। তিনি বলেন, নৃশংস হত্যার শিকার বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে আমাদের এ দেশ সকল খাতে অনেক আগেই আরো এগিয়ে যেত। বর্তমান সরকার সে লক্ষেই কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক উজ্জ্বল নাথ, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, দপ্তর সম্পাদক আবুল মনছুর, প্রচার সম্পাদক আবু নোমান,সদস্য এইচ এম এরশাদ।
মন্তব্য করুন

Your email address will not be published.