বাঁশখালী কলেজিয়েট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সমাজসেবক সায়েম ফারুকী

বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী কলেজিয়েট সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনকল্পে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত কমিটির সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে সকলের সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক মোঃ সায়েম ফারুকী বাঁশখালী কলেজিয়েট সরকারী প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আবু সুফিয়ান সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির নব নির্বাচিত বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক মোঃসায়েম ফারুকী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার প্রতি অনেক বেশী আন্তরিক। প্রথমত একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। কমিটির সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে আমি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি। এজন্য আমি অভিভূত ও কৃতজ্ঞ। তিনি আরো বলেন, বিদ্যালয়টির শিক্ষাব্যবস্থা ও অবকাঠোমোগত মানউন্নয়ন এবং শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা বাস্তবায়নের জন্য আমি সর্বোচ্চ কাজ করব। এসময় তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। সাংবাদিক মোঃ সায়েম ফারুকী বাঁশখালী কলেজিয়েট সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

Your email address will not be published.