আনোয়ারায় জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু

আনোয়ারা প্রতিনিধি

‘মুজিব বর্ষে শপথ নিবো, জাটকা নয় ইলিশ খাবো’ এই স্লোগান নিয়ে চট্টগ্রামের আনোয়ারায় সামাজিক দূরত্ব বজায় রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২১ শুরু হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে আগামী ১০ এপ্রিল পর্যন্ত সপ্তাহটি পালন করা হবে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, নৌ পুলিশের ইনচার্জ মোহাম্মদ নাছির উদ্দীন রাসেল, বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী, মৎস্য অফিসার জাহেদ আহমেদ, মোহাম্মদ এনামুল হকসহ বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক জানান, করোনা মহামারীর কারণে এবারের আয়োজন সংক্ষিপ্ত করা হয়েছে। ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। এ ছাড়া বিভিন্ন হাট বাজার ও নদ-নদীতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.