প্রধানমন্ত্রীর কাছ থেকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ভূষিত হলেন বাঁশখালীর ওসি কামাল উদ্দিন

বাঁশখালী প্রতিনিধিঃ সাহসিকতায় রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ভূষিত হলেন চট্টগ্রামের বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন। গত মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকা রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্যারেড শেষে তাঁকে পদক পড়িয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য—‘বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে’। প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে বাংলাদেশ পুলিশের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় পুলিশের বিভিন্ন দল বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শন করে। পরে তিনি ১১৫ জন পুলিশ কর্মকর্তাকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) সাহসিকতা, রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সাহসিকতা, বিপিএম সেবা এবং পিপিএম সেবা প্রদান করেন। পদকপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ১৫ জন বিপিএম সাহসিকতা, ২৫ জন পিপিএম সাহসিকতা, ২৫ জন বিপিএম সেবা এবং ৫০ জন পিপিএম সেবা লাভ করেন। এর আগে প্যারেডের অভিবাদন মঞ্চে প্রধানমন্ত্রীকে সালাম জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাঁশখালী থানা সূত্রে জানা গেছে, বাঁশখালীতে গত এক বছরে বিভিন্ন অভিযানে ৫৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে ওসি কামাল উদ্দিনের নেতৃত্বে ১০টি এবং র‌্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ান (র‌্যাব-৭) উদ্ধার করে ৪৭টি। এছাড়া ১৮টি রামদা ও চাকু, ১০০ রাউন্ড গুলি, ৩ লাখ ১০ হাজারের অধিক ইয়াবা উদ্ধার করা হয়। জানা যায় , ২০০৭ সালে কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা (ওসি) মো. কামাল উদ্দিন বিবিএ ও এমবিএ (অ্যাকাউন্টিং) পাস করার পর সাব-ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। এরপর ২০১৬ সালে প্রমোশন পেয়ে ইন্সপেক্টর হন। ২০২১ সালের ১৩ অক্টোবর বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন তিনি। এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, বাংলাদেশ পুলিশের এমন সম্মান জনক পদকে আমাকে ভূষিত করায় আমার কাজের প্রতি আগ্রহ আরো বেড়ে গেছে। এই সম্মান আমাকে অনেক অনুপ্রেরণা ও উৎসাহ যুগিয়েছে। এই পদক আমাকে আমার পেশাগত দায়িত্ব ও কর্তব্যের প্রতি বিশ্বাস ও আত্মশক্তি বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে আমি সততা ও নিষ্টা এবং দক্ষতার সাথে আমার উপরে অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি মত সকলের অন্তরিক সহযোগিতা কামনা করি।
মন্তব্য করুন

Your email address will not be published.