দেশে মাংস বিক্রির জন্য এখন থেকে লাইসেন্স লাগবে। এই লাইসেন্স নিতে ১৫ হাজার টাকা খরচ করতে হবে। এমন এক আদেশ দিয়েছে প্রাণী সম্পদ অধিদফতর। প্রাণী সম্পদ অধিদফতরের মহাপরিচালকের অফিস থেকে ওই আদেশ জারি করা হয়। এই অবিলম্বে কার্যকর হবে।
গেল বছরের শেষ দিকে জারি করা ওই আদেশ বলা হয়, শুধু মাংস বিক্রি নয়, জবাইখানা ও মাংস প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন ও পরিচালনার জন্য প্রাণী সম্পদ অধিদফতরের কাছ থেকে অনুমতিপত্র নিতে হবে। এতে সর্বোচ্চ ৭০ হাজার টাকা খরচ হবে।
অফিস আদেশে আরও বলা হয়, মাংস বা মাংসজাত পণ্য উৎপাদনের পরিমাণ প্রতি সপ্তাহে এক টনের নিচে হলে আবেদন ফি এক হাজার, অনুমতিপত্রের ফি ১৫ হাজার ও নবায়ন ফি দেড় হাজার টাকা দিতে হবে। এক টনের বেশি, কিন্তু আট টনের নিচে হলে আবেদন ফি দুই হাজার, অনুমতিপত্রের ফি ২৫ হাজার ও নবায়ন ফি সাড়ে সাত হাজার টাকা লাগবে। আর আট টন বা তার বেশি হলে আবেদন ফি তিন হাজার, অনুমতিপত্রের ফি ৭০ হাজার ও নবায়ন ফি ১৫ হাজার টাকা দিতে হবে।