‘যে কোনো সহিংসতার জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ’

কর্মসূচির নামে রাজপথে যে কোনো সহিংসতার সমুচিত জবাব দিতে আওয়ামী লীগ সরকার প্রস্তুত বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অতীতের যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ অনেক বেশি সংগঠিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘যে কোনো সহিংসতার সমুচিত জবাব দিতেও প্রস্তুত আওয়ামী লীগ।’

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করছে জানিয়ে কাদের বলেন, ‘একটি আদর্শ রাষ্ট্র গঠন করাই আওয়ামী লীগের এ দিনের অঙ্গীকার।’

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে স্বাধীনতার পূর্ণতা পেয়েছিল বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এর আগে, এদিন সকাল সাড়ে ৮টার দিকে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে কিছুক্ষণ নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিক্রিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐতিহাসিক দিবসটি স্মরণে যাদের পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

দিবসটি পালনে এবারও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ বিকেলে ৩টায় এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভা হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

স্বাধীনতার ২৩ দিন পর ১৯৭২ সালের মঙ্গলবার বেলা ১টা ৪১ মিনিটে অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে।

মন্তব্য করুন

Your email address will not be published.