রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ২ জঙ্গি

কক্সবাজার র‌্যাব -১৫ এর অভিযান

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। ২৩ জানুয়ারি (সোমবার ) কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি, ১টি কার্টিজ, ২টি একনলা বন্দুক, ১১টি ১২ বোরের কার্তুজ, ১০০ রাউন্ড .২২ বোরের গুলি, ১টি মোবাইল ও নগদ ২ লাখ ৫৭ হাজার ২৬০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, জঙ্গি সংগঠনটির সামরিক শাখার প্রধান মাসুকুর রহমান ওরফে রনবীর ও তার সহযোগী আইইডি বা বোমা বিশেষজ্ঞ মো. আবুল বাশার মৃধা ওরফে আলম। র্যাব জানায়, গত বছরের ২০ অক্টোবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তর, গোয়েন্দা শাখা এবং র‌্যাব-৭ রাঙামাটির বিলাইছড়িতে অভিযান পরিচালনা করে আত্মগোপনকৃত ৭ জঙ্গি এবং তাদের সহায়তাকারী ৩ কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে নব্য জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সামরিক শাখার উপ-প্রধান সৈয়দ মারুফ আহমেদ মানিক ছিলেন। র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে সংগঠনটির সামরিক শাখার প্রধান মাসুকুর রহমান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পরে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে নিশ্চিত হয় যে, জঙ্গি সংগঠনটির সামরিক শাখার প্রধান মাসুকুর রহমান ও তাঁর সহযোগী মো. আবুল বাশার মৃধা রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ক্যাম্পে অভিযান চালানো হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.